অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা ও দোকান উচ্ছেদ

চসিকের অভিযান

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জিইসি থেকে নাসিরাবাদ পর্যন্ত সড়কের দুইপাশে সড়ক, ফুটপাত ও নালার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে তদারকি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জিইসি মোড়, মেহেদীবাগ ও নাসিরাবাদ চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারপ্রাপ্ত মেয়র অভিযানটি লাইভ সম্প্রচার করেন।

অভিযানে সড়ক, ফুটপাত ও নালার জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,আমরা নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছি। হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বেস্টিত এ এলাকায় জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

হকার দের নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে মেয়র রেজাউল করিমের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধারবাহাকিতা অব্যহত রাখার ঘোষণা দেন ভারপ্রাপ্ত মেয়র।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
পরবর্তী নিবন্ধউত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা