ব্রডব্যান্ডের অজস্র ক্যাবলগুলো অপসারণ করা হোক

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

নগরজুড়ে প্রত্যেক বৈদ্যুতিক খুঁটিতে বিভিন্ন ব্রডব্যান্ডের অজস্র ক্যাবলের ছড়াছড়ি দৃশ্যমান। দৃশ্যমান এই ক্যাবলগুলোর মধ্যে সচলের চেয়ে অচল ক্যাবলের সংখ্যা সর্বাধিক। অসংখ্য কোম্পানির এই ব্রডব্যান্ডগুলো মাঝেমধ্যে ছিড়ে রাস্তার পথচারী এবং চলন্ত গাড়ির উপরও আকস্মিকভাবে পড়ে থাকে। যা যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। তাছাড়া অজস্র ক্যাবলগুলো নগর এলাকার সৌন্দর্য ও সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করছে।
তাই সিটি কর্রপোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন প্রকার ব্রডব্যান্ড কোম্পানির অজস্র ক্যাবলগুলো বৈদ্যুতিক খুঁটি থেকে দ্রুত অপসারণ করা উচিত। একইসাথে পুরো নগর এলাকার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক কোম্পানির ব্রডব্যান্ড চালুর ব্যবস্থা করা উচিত। সর্বোপরি নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের সুরক্ষা বজায় রাখার লক্ষ্যে নগর জুড়ে অজস্র ব্রডব্যান্ডের ক্যাবলগুলো অনতিবিলম্বে অপসারণ করার জন্য মাননীয় মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আসাদুজ্জামান সম্রাট
শিক্ষার্থী
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধস্যার আজিজুল হক : শিক্ষাবিদ ও সমাজব্রতী
পরবর্তী নিবন্ধজীবনের ক্ষত গেঁথে থাকে পেরেকের মতো