জীবনের ক্ষত গেঁথে থাকে পেরেকের মতো

মিতা দাশ | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

দিন শুরু হয় সুন্দর সকালের আলো নিয়ে, আবার দিন শেষ হয়ে যায় অন্ধকার দিয়ে। দেয়ালের ক্যালেন্ডারে দাগ পড়ে বিভিন্ন দিবসের তারিখের উপর। তারপর মাস শেষে একটা করে পাতা উল্টিয়ে উল্টিয়ে যেতে যেতে যখন বছর শেষ হয়ে যায়, তখন ক্যালেন্ডারটাকেই সরিয়ে ফেলে দেয়া হয় দেয়াল থেকে। কিন্তু দেয়ালে ক্যালেন্ডারের একটা দাগ থেকে যায়। আর সবচেয়ে বড় সত্যি হলো পেরেকটা কিন্তু থেকে যায় তেমনি ভাবে গর্ত হয়ে। আমাদের জীবনেও সুখ গুলো হলো ক্যালেন্ডারের পাতার মতো বার বার বদলে যায়। আর জীবনের ক্ষত গুলো ঐ পেরেকের মতো গেঁথে থাকে মনে। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, লাগে বিশ্বাস, ভালোবাসা আর সততা। বিশ্বাস শব্দটি যদি একবার হারিয়ে যায়, তা আর ফিরে আসে না। তখন জীবনে সব থাকলেও মনে হয় আর সুখ আসে না। ভালোবাসা ছাড়া জীবন অনেকটা বৈঠা ছাড়া নৌকার মতন। বাতাসেও দুলতে থাকে, আবার জলের ঢেউয়েও দুলতে থাকে, স্থিরতা আর আসে না। চলার পথের বন্ধু যদি হয় মিথ্যাবাদী, তাহলে পথের ক্লান্তি বাড়ে, পথ দীর্ঘ হয়। গন্তব্যে পৌঁছার আগেই আনন্দ হারিয়ে যায়। ক্যালেন্ডারের মতো বছর শেষে প্রয়োজন ফুরিয়ে যায় খারাপ মানুষদের। কিন্তু জীবনে রেখে যায় পেরেক গেঁথে থাকার মতো ছোট্ট একটা গর্ত। লেখক: কবি ও শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধব্রডব্যান্ডের অজস্র ক্যাবলগুলো অপসারণ করা হোক
পরবর্তী নিবন্ধকষ্টে আত্মহনন নয়, ঘুরে দাঁড়ান