বোয়ালখালী পৌরসভায় এক যুগ পর আউশ চাষ শুরু

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড মীরপাড়ায় এক যুগ পর চলতি আউশ মৌসুমে অনাবাদি ১৪০ একর জমি চাষের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিন চৌধুরীর নির্দেশনায় আউশ মৌসুমে ক্ষুদ্র কৃষকদের এ সহায়তা প্রদান করছেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি নাছের আলী। গত বৃহস্পতিবার বাদ আছর ট্রাক্টর দিয়ে আউশ মৌসুমের চাষের কার্যক্রম উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ শহীদুল আলম, চরখিজিপুর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নাঈম চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা ওয়াদের আলী, নুরুল আমিন, লোকমান, শফি ড্রাইভার, আলী ফকির, জাহাঙ্গীর, রফিক, নুরুল আবছার, শামসুল আলম, আহমদ নবী, নুর নবী, ইদ্রিচ, আলী, মাসুদ, হোসেন, সেলিম, সাবের আলী, আরব মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ মাসেও মেরামত হয়নি বার আউলিয়া ব্রিজের রেলিং
পরবর্তী নিবন্ধ‘মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মেনে নেয়া যায় না’