বোয়ালখালীতে ৪ দিনব্যাপী ওরছে আকবর সম্পন্ন

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ৪ দিনব্যাপী প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (.) এর সৌরবার্ষিকী ওরশে আকবর বোয়ালখালীর কধুরখীলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ৪ দিনব্যাপী ওরছে নানা কর্মসূচিতে ছিলখতমে কোরআন, যিকিরকিয়াম, মাজারে গিলাফ চড়ানো, ছামা মাহফিল, আলোচনা সভা ও তাবারুক বিতরণ। ওরছে আকবরে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও রাহে ভাণ্ডার তরিকার শায়েখ আল্লামা সুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। শেষ দিবসে সম্মানিত আলোচক ছিলেন ঢাকা হাইকোর্ট মাজার শাহী জামে মসজিদের খতিব আহমদ রেজা ফারুকী (মাজিআ), বাংলাদেশ তরিকত পরিষদের মহাসচিব হযরত ডা. মো. শামসুল আলম চিশতি, বাংলাদেশ তরিকত পরিষদের বার্তা সম্পাদক ডা. খাজা নিজামুদ্দিন চিশতি, কুমিল্লা রাজাপুর দরবারের সাজ্জাদানশীন দলিলুর রহমান রাজাপুরী, মুফতি মাওলানা আবুল কাশেম রাহে ভাণ্ডারী। ছামা পরিবেশন করেন মাওলানা শোবায়ের কাওয়াল, মাওলানা হাবিবুর রহমান কাওয়াল। সঞ্চালনায় ছিলেন শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু। ওরশে আগত ভক্তদের উদ্দ্যেশে আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, নবীর প্রতি উম্মতের সবচেয়ে বড় হক হলো তাঁকে মন ও মনন দিয়ে ভালোবাসা। তাঁর প্রতি ভালোবাসা যেন আর সব ভালোবাসার ঊর্ধ্বে হয়। এমনকি জান ও প্রাণের চেয়ে যেন তিনি প্রিয় হন। মাহফিলের শুরুতে অতিথিবৃন্দ চট্টগ্রাম দরবারের মুখপত্র নকশার সন্ধানে ম্যাগাজিনের ২৪ তম সংখ্যার উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধআর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ