আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার নগরীর হালিশহর বিব্লক শাহজাহান বেকারী মোড়স্থ মমতা স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি চসিক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ। মমতার হার প্রজেক্টের আওতায় এ পর্যায়ে মোট ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, ডাল ৫ কেজি, আলু ৩ কেজি, চিড়া ১ কেজি, মুড়ি আধাকেজি এবং তেল আধালিটার সহ মোট ১৫ কেজির খাদ্য সামগ্রী প্রত্যেক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিতরণপূর্বে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন চসিক মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি। মমতার জনকল্যাণমুখী কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক ও সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন মমতার প্রজেক্ট ম্যানেজার রুমি বড়ুয়া, ক্লিনিক ম্যানেজার ডা. পৌষি চৌধুরীসহ মমতার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৪ দিনব্যাপী ওরছে আকবর সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাগীশিক দক্ষিণ জেলা সংসদের অভিষেক অনুষ্ঠান