বাগীশিক দক্ষিণ জেলা সংসদের অভিষেক অনুষ্ঠান

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

পাট ও বস্ত্র এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে রাখে। দেশ থেকে জঙ্গিবাদ, হানাহানি দূর করতে সঠিক ধর্মচর্চার বিকল্প নেই। তিনি গতকাল শুক্রবার নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি শিক্ষক দেবাশীষ দত্তের (ক্রেডিট) সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শুচিয়া লোকনাথরামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী। মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, শম্ভু দাশ, সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, বর্তমান সভাপতি ঝুন্টু চৌধুরী, সিনিয়র সহসভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, সহসাধারণ সম্পাদক সুজন দেবনাথ, নির্বাহী সদস্য পরিমল দত্ত। প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক শ্রীনিবাস দাশ সাগর। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের উপদেষ্টা অরুন কান্তি মল্লিক। সংবর্ধিত অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের উপদেষ্টা সুবীর দাশ, দীপেন দাশগুপ্ত, অতিরূপ দত্ত (লাবু), লিটন দাশগুপ্ত, বিকাশ মজুমদার, পৃষ্ঠপোষক উজ্জ্বল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সুজন মজুমদার। শ্যামল বৈদ্য (সবুজ), মিশন দত্ত (সপু) ও রূপক কান্তি ঘোষের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলক চৌধুরী, বিধান মিত্র, শংকর প্রসাদ দাশ, সজীব মজুমদার, শিমুল দাশ, উৎপল দাশ, ডা. সুকুমার নাথ, খোকন সুশীল, রনজিত দেব, দেবাশীষ ধর, চন্দন দাশ, অ্যাড. রাজীব দেব, দেবাশীষ ধর বাপন, অ্যাড. সঞ্জয় দে, সত্যপ্রিয় শীল, রুনা চৌধুরী, সাগর সুশীল, ঋত্বিক দাশ, অ্যাড. খোকন আইচ, হারাধন দাশ, সুমন কান্তি দাশ, বিপুল দত্ত প্রমুখ। কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমীতে গ্রীষ্মকালীন ফল উৎসব