বোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চৌধুরী হাট এলাকায় এ জরিমানা করা হয়। এ সময় আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অরক্ষিতভাবে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয় করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন তিনি। আদালত পরিচালনার সময় সাথে ছিলেন ভূমি অফিসের পেশকার গাজী মোহাম্মদ হোসেন, বোয়ালখালী থানার উপপরিদর্শক সিরাজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমুরগির মূল্য নির্ধারণে গরমিল অপরিচ্ছন্নভাবে মিষ্টি সংরক্ষণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান