মুরগির মূল্য নির্ধারণে গরমিল অপরিচ্ছন্নভাবে মিষ্টি সংরক্ষণ

কর্ণফুলীতে অভিযানে জরিমানা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট বাজারে দুইটি মুরগি দোকান ও একটি মিষ্টি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ঊনিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২টি মুরগির দোকান ও ফুলকলির পরিবেশককে ঊনিশ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এসময় অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তার ও কর্ণফুলী থানা পুলিশের একটি টিম।

জানা যায়, ক্রয় চালান না থাকায় ও মুরগির সঠিক মূল্য নির্ধারণে গরমিল থাকায় দুটি মুরগির দোকানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর (৪০) ধারা মোতাবেক ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপরিষ্কারঅপরিচ্ছন্নভাবে মিষ্টি সংরক্ষণ, কেকের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ চকোলেট বিক্রয় করায় ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্রীজঘাট এলাকার তরমুজের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, কর্ণফুলীতে যে কোন ধরনের অনিয়ম ও ভোক্তা সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। যারাই আইনের ব্যতয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআমিরাবাদে উদ্ধার করা সরকারি জায়গা দখলের চেষ্টা!
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা