বেকারত্ব ও জনশক্তি প্রসঙ্গে

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৫ পূর্বাহ্ণ

প্রায় ২৫ লাখ শিক্ষিত বেকারের দেশ থেকে প্রতি বছর বিদেশী কর্মীরা নিয়ে যাচ্ছে দু’মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে প্রায় ৮৬ হাজার বিদেশী কর্মজীবী বিভিন্ন পেশায় নিয়োজিত। এদের বড় অংশ ভারত, শ্রীলঙ্কা, কোরিয়ান ও চীনের নাগরিক। শুধুমাত্র ভারতীয় আছেন ৩৫ হাজার। জনশক্তি রপ্তানীর বড় দেশটিতে এত শিক্ষিত বেকার থাকতেও কেন বিদেশি জনশক্তির ওপর নির্ভর করতে হচ্ছে। দেশের ছেলেরা যেখানে পৈতৃক ভিটেমাটি, সোনাদানাসহ শেষ সম্বল বিক্রি করে বিশ পঁচিশ হাজার টাকার চাকরির জন্য বিদেশে পাড়ি জমায়। অনেকে বিদেশে গিয়েও মৃত্যুর শিকার হচ্ছে। যে দেশে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ বেকার, সে দেশে এসে বিদেশিরা কিভাবে বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে যায়। বাংলাদেশের বেকার জনশক্তিকে কারিগরি দিক থেকে দক্ষ না করা পর্যন্ত বাংলাদেশের বেকারত্ব কমবে না। অন্যদিকে বিদেশিদের বছরে ৪০ হাজার কোটি টাকা নিয়ে যাওয়াও বন্ধ হবে না বরং এর পরিমাণ আরো বাড়বে। এ বিদেশি নিয়োগ ও বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাওয়া নিয়ে সরকারি পর্যায়ে কোন মাথা ব্যথা থাকার কথা জানা যায়নি। তবে বেসরকারি পর্যায়ে ক্ষোভ উদ্বেগ আছে।
এম. এ গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক লাঙল : নজরুলের রাজনৈতিক চেতনার ধারক ও বাহক
পরবর্তী নিবন্ধচাঁদাবাজ হিজড়া