বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে

তিলোত্তমার অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষরোপন জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে আমাদের বেঁচে থাকা কঠিন হবে। গতকাল শনিবার ‘তিলোত্তমা চট্টগ্রাম’ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে পাঁচ লাখ বৃক্ষরোপন কর্মসূচির দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, দেশে আজকে বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলনের পেছনে তিলোত্তমা চট্টগ্রামের মতো সামাজিক সংগঠনগুলোর বিরাট অবদান রয়েছে। তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেলা আবেদীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির উপপুলিশ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান এসএম আবু তৈয়ব, লায়ন শুভানাজ জিনিয়া, সৈয়দ সেলিম, সিএমপি বায়েজিদ জোন সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার, ইঞ্জিনিয়ার রাজীব দাশ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি সাহেলা আবেদীন রীমা বলেন, এখানে গাছের চারা উপহার দিয়ে গেলাম পরবর্তীতে গাছের ফল দেখতে আসবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মহল্লার সর্দার কমিটির আহবায়ক মন্‌জুরুল আলম চৌধুরী ও মহল্লার সর্দারগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট কমিটির সভা