মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট কমিটির সভা

কোভিড ১৯ সেকেন্ড ওয়েভের প্রস্তুতি

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট কমিটির সভা গতকাল শনিবার হাসপাতালের কনফারেন্স রুমে কমিটির চেয়ারম্যান এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ এ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবার সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় করোনায় দ্বিতীয় ধাপের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্পূর্ণভাবে প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শিশু করোনা রোগীদের জন্য আইসিইউ সাপোর্টসহ নতুন হাসপাতাল ভবনে আইসোলেশন ওয়ার্ডে ৬ শয্যার আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে মর্মে অবহিত করা হয়। শিশু করোনা রোগীদের চিকিৎসার জন্য শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের করোনা ট্রিটমেন্ট সেলে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতালের এইচডিইউ ইউনিটকে কোভিড ১৯ রোগীদের জন্য ভেন্টিলেশন সুবিধাসহ ডেডিকেটেড করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাতে করোনাকালীন হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য সর্বাত্মকভাবে কাজ করার জন্য করোনা ম্যানেজমেন্ট কমিটি, করোনা ট্রিটমেন্ট কমিটি, হাসপাতাল প্রশাসন সর্বস্তরের ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সর্বোপরি করোনা রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে অধিকতর যত্ন নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, মো. আহছান উল্যাহ, অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, এস এম কুতুব উদ্দিন, ডা. কামরুন নাহার দস্তগীর, মো. হারুন ইউছুপ, অধ্যক্ষ (ডাঃ) এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, অধ্যাপক (ডা.) শেখ মোহাম্মদ হাছান মামুন ডা. অলক নন্দী, ডা. শেফাতুজ্জাহান, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. আবু সাইদ চৌধুরী, ডা. কামাল হোসেন জুয়েল, ডা. ফাহিম হাসান রেজা, ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, অধ্যাপক (ডা.) মো. রেজাউল করিম, অধ্যাপক (ডা.) মাহমুদ এ চৌধুরী আরজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে
পরবর্তী নিবন্ধ‘রাউজানের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন