বুকের ভেতরে মুজিবুর নাম

ইকবাল বাবুল | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বহুদিন ধরে কাটিয়েছি ঘুমে, ছিলাম কী ঘুমে মগ্ন
ডাক দিয়ে তুমি জাগিয়ছো পিতা এনে দিলে শুভ লগ্ন
এনে দিলে প্রিয় স্বাধীনতা আর এনে দিলে সেই পতাকা
সবুজ জমিনে রক্তের রঙে আছে এগোবার পথ আঁকা।

এই পথটুকু খুবই চেনা তাই ভুলে যাবো আমি কী করে
পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে উঠিয়েছো তুমি শিখরে
পিতা তুমি যেনো অবিনাশী এক কিরণোজ্জ্বল সবিতা
তোমাকে নিয়েই লিখি আমি সেই আমার একেক কবিতা।

সতত তোমাকে পাঠ করি আর তোমাকে ভাবি যে নিয়ত
বলি পিতা তবেকেনো ভাববো না , নির্বোধ আমি কী অত ?
ওরা বলে আমি তোমাতে বিভোর,আমিও যে বলি-ঠিকই তো
বুকের ভেতরে ‘মুজিবুর’ নাম আছে একেবারে লিখিত ।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের তিনি
পরবর্তী নিবন্ধবাংলার খোকা