‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ রক্ষায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন’

চবি প্রো-ভিসি বেনু কুমারকে সংবর্ধনা

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের সাথে এঙচেঞ্জ প্রোগ্রাম বাড়াতে হবে। বিভিন্ন বিভাগ ও ফ্যাকাল্টি ভিত্তিক শিক্ষার মান উন্নয়নে বছরের শুরুতেই কর্মসূচি গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অনুকূল পরিবেশ রক্ষায় ছাত্র ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা একান্ত প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে’কে দেয়া এক সংবর্ধনা সভায় বিভিন্ন শিক্ষাবিদ উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দের উপস্থিতিতে রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রেডিকেলের উদ্যোগে উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমারকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর ড. মো. শাহাবুদ্দিন, প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, প্রফেসর ড. মাহবুবুল মতিন, ড. শামসুদ্দিন আজাদ এবং মহিউদ্দিন বাদল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য ও শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরে ৫ দিনব্যাপী শারদ মেলা