বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বাবরও

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের বিরাট কোহলি। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেবেন পাকিস্তানের বাবর আজমও। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটি নির্বাচন করা হয়েছে, তা নিয়ে খুশি নন অধিনায়ক বাবর আজম। এ কথা তিনি জানিয়েছিলেন নিজ মুখেই। বাবরেরর অখুশি হওয়ার খবর যে পাক বোর্ডের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে তাতে কোন সন্দেহ নেই। এর পরিপ্রেক্ষিতেই বাবরের অধিনায়কত্ব পদ থেকে সরে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও নাকি চাচ্ছেন নেতৃত্বে পরিবর্তন আসুক। তবে বাবর আজম জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দল নির্বাচন নিয়ে মতবিরোধ সম্পর্কে অধিনায়ক হিসাবে নিজের মতামত জানিয়েছেন এবং দলটা কোন এক ব্যক্তির ইচ্ছায় হয়নি বলেই দাবি করেন। বাবর বলেন, আমার মতে বোর্ড কর্মকর্তা এবং নির্বাচকরা দল বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের যুক্তি আগেই পেশ করেছেন। আমি সম্পূর্ণভাবে দলের সঙ্গে আছি । এদিকে নতুন বোর্ড সভাপতি রমিজ রাজা বলেন আমি আশা করবো বাবর আমার সময়ে ইমরান খান যেমন অধিনায়ক ছিলেন তেমন হবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতি ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধএবার শতক মিস করলেন ইরফান শুক্কুর তিনশ পার করল ‘এ’ দলের ইনিংস