বিদ্রোহী নজরুল

দিপংকর দাশ | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

বংশী হাতে প্রেমের সুরে
গেয়েছেন গান সাম্য নীতির,
সত্য ন্যায়ে তাঁর অবস্থান
শিকল ভাঙলেন ভয় ও ভীতির।

অন্যায় অবিচারের প্রতি
ক্ষুব্ধ ছিলেন দিবা রাতি,
কলম চালান বুলেট বেগে
আঁধার ঘরে জ্বালান বাতি।

ব্রিটিশ কিংবা পাকিস্তানি
পায়নি রেহাই তাঁর লেখাতে,
ন্যায়ের পথে অটল তিনি
নেই সংশয় তাঁর দেখাতে।

ধরার বুকে অমর তিনি
কালজয়ী এক বিদ্রোহী বীর
অমর সৃষ্টি কাব্য গাথা
চির উন্নত তাঁর চওড়া শির।

পূর্ববর্তী নিবন্ধভারতে দুই পুরস্কার পেল ‘গণ্ডি’
পরবর্তী নিবন্ধ২০ জনের বিরুদ্ধে মামলা করবে পরিবেশ অধিদপ্তর