বিজয় মানে

আলমগীর কবির | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

বিজয় মানে মুক্ত পাখি
রঙিন ডানা মেলতে থাকা,
বিজয় মানে দস্যি ফড়িং
সবুজ মাঠে খেলতে থাকা।
বিজয় মানে রূপালী নদী
আলোর পথে চলতে থাকা,
বিজয় মানে নীল জোনাকি
অন্ধকারে জ্বলতে থাকা।
বিজয় মানে প্রাণ পতাকা
দূর আকাশে ভাসতে থাকা,
বিজয় মানে মায়ের মুখটি
চাঁদের মত হাসতে থাকা।

পূর্ববর্তী নিবন্ধচট্টলবীর মহিউদ্দিন চৌধুরী : রূপসী চট্টগ্রামের রূপকার
পরবর্তী নিবন্ধতাঁরাই মহান