বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ে সভা

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইকিউএসি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম প্রণয়নের চূড়ান্ত পর্বের প্রেজেন্টেশান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।
আইকিউএসির পরিচালক ও এম বিএ কো-অর্ডিনেটর সৌমেন চত্রুবর্তীর সভাপতিত্বে সভায় বিশব্বিদ্যালয়ের প্রতিটি বিভাগের চেয়ারম্যান ও আউটকাম বেসড এডুকেশন প্রণয়ন কমিটির সদস্যবৃন্দ তাদের স্ব স্ব বিভাগের আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন ব্যবসার প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সারোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রশিদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অবদুল হান্নান এবং আউটকাম বেসড এডুকেশন কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের যে চূড়ান্ত উপস্থাপনাটি আজ দেখানো হয়েছে, সেটার বাস্তবায়ন আগামীতে উচ্চশিক্ষায় অসমান অবদান রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি অর্জিত জ্ঞানের প্রায়োগিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার হাতেই দেশের মানুষ নিরাপদ