হাটহাজারীতে কৃষি উপকরণ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে রাজস্ব/প্রকল্প আওয়াতায় খামারিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি ভবন মিলনায়তনে কৃষি কর্মকর্তার আল মামুন সিকদারের সভাপতিত্বে উপকরণ বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। অনুষ্ঠানে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মিজান ফারুক, তেব কুসুম বড়ুয়া ও আবদুল্লাহ আল নোমান।
এ সময় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় হাটহাজারী উপজেলার ইউনিয়ন পর্যায়ের ১৪ টি কৃষক গ্রুপের মাঝে ১টি ফুট পাম্প, ২টি ন্যাপসেক স্প্রেয়ার, ৩টি করে বাডিং নাইফ ও প্রুনিং শিয়ার বিতরণ করা হয়।
একই সাথে এনএটিপি-২ প্রজেক্টের আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, ১টি পৌরসভা ও ১টি সিটি ওয়ার্ডে ১ টি করে ময়েশ্চার মিটার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট গণিত এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ে সভা