বিচার ও বিবেচনাবোধ

হৈমন্তী তালুকদার | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৫ পূর্বাহ্ণ

যে আপনাকে বুঝবে, সে সব পরিস্থিতিতে আপনাকে বুঝে নিবেই। যারা বুঝতে পারেনা তারাই কিন্তু অসময়ে আপনাকে আঘাত করার সুযোগটা হাতছাড়া করবে না। তাই বোঝার মানুষগুলো নিয়ে নিরাপদ থাকুন। দূরত্ব রাখুন যারা দুধের মাছি, সুখের পায়রা। এই পৃথিবী থেকে অনেক কঠিন শিক্ষা আর সহজ সরল ভালোবাসা নিয়ে সকলেই বিদায়ী হবো কোন একদিন। যেমন কর্ম তেমন ফল। প্রকৃতির প্রতিশোধ বলে একটা রীতি আছে,আজ নয়তো কাল সেটা সে নিজের মতোই নিয়ে নিবেই। মন থেকে পরিষ্কার থাকতে হবে আমাদের। কিছু ভুল কিছু অসময় পরিস্থিতি সৃষ্টি করে, মানুষ হলে মানুষের মতো বিচার করতে হবে।
একটা মানুষের ভালো মন্দ বিবেচনাবোধই, অন্যকে সময় ও অসময়ে, বিচার করার ও ভরসা করার সঠিক মানসিকতা থাকতে হবে।কারণ এই বিচার করার মানসিকতার উপরেই কিন্তু মনুষ্যত্ব নির্ধারণ হয়, কিন্তু আমরা অনেক সময় পক্ষ নিয়ে বিবেচনা করি।সেই যেই হোক আমরা যেন সত্যটা আগে জেনে নেই তারপর ঐ মানুষটাকে বিচার করি। তাকে কথার চোট দেওয়ার আগে তার দশদিনের ব্যবহার একবার চিন্তা করে দেখি, সে কোন কষ্টে নেই তো? বা সে আবেগের বশেই কথাগুলো বললো নাতো, আমাদের সমাজে সরাসরি কথা বলার মানুষদের কম পছন্দ করে, কিন্তু তাদের সত্য বলার মানসিকতা জন্মসূত্রে পাওয়া তারা পিছনে কথা বলার লোক নয় বলেই সরাসরি বলতে স্বাচ্ছন্দ্য করে বেশী। মানুষ হলে মনুষ্যত্ব থাকতেই হবে। তবেই আমরা মানুষ! মানুষ তুমি মানুষই হও। হুঁশ নিয়ে বিবেচনা করে তবেই বিচার করো সকলের ভালোমন্দ। সুস্থ হোক মানসিক ও শারীরিকভাবে আমাদের পৃথিবী। শান্তি হোক সকলের মন। মনের যত্ন নিন, শরীরের থেকে মনেই আমাদের আঘাতটা বেশী লাগে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরে যাচ্ছেন ফিল্ডিং কোচ কুক
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব-মোস্তাফিজ