দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব-মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৫ পূর্বাহ্ণ

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় এরই মধ্যে দেশে ফিরে কোয়ারেন্টাইনে আছেন সাকিব এবং মোস্তাফিজ। দেশে ফিরে এই পর্যন্ত দুইবার করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুই পরীক্ষাতেই তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে রাজধানীর ভিন্ন ভিন্ন দুই হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনরত এই দুই ক্রিকেটারের মুক্ত হতে এরপর আর কোনো পরীক্ষার প্রয়োজন নেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। আসন্ন শ্রীলংকা সিরিজ সামনে রেখে দুই টাইগারেরই কোয়ারেনটাইনের মেয়াদ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ঈদের পর প্রাথমিক দলের সঙ্গে তাদের অনুশীলনে পেতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও জানালেন মনজুর হোসাইন। বিসিবির এই চিকিৎসক জানান সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দুই টেস্টেই নেগেটিভ এসেছে। কোয়ারেনটাইন মুক্ত হতে আর কোনো করোনা টেস্টের প্রয়োজন নেই। তবে তারা কোয়ারেনটাইন থেকে কবে বের হবেন একথা আমি বলতে পারছি না। আমি যতদূর জানি সিইও তাদের দ্রুত বের করে আনার চেষ্টা করে যাচ্ছেন। যাতে করে শ্রীলংকা সিরিজ সামনে রেখে ঈদের পরে শুরু হওয়া অনুশীলনে তারা যোগ দিতে পারেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকান ক্রিকেট দল। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। প্রতিটি ম্যাচেই দিবা-রাত্রির

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
পরবর্তী নিবন্ধআইসিসির এপ্রিল সেরা বাবর, এলিসা