বিচারককে বিদায় সংবর্ধনা দিল আইনজীবী সমিতি

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ চট্টগ্রাম থেকে বদলি হওয়ায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ও সংবর্ধিত অতিথি মুন্সী আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি মো. আবদুর রশীদ, সিনিয়র আইনজীবী মকবুল কাদের চৌধুরী, দুদক পিপি মাহমুদুল হক, কাজী সানোয়ার আহমেদ লাভলু, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, মো. কাশেম কামাল, কাজী মো. আশরাফুল হক আনসারী, আহমেদ কবির, মারুফ মো. নাজেবুল আলম, হাবিবুর রহমান, অভিজিত ঘোষ, আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী, শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী ও আয়শা আকতার সানজি প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথিকে সমিতির মনোগ্রাম খচিত সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বিচারক মুন্সী আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, আমাকে সম্মাননা জানিয়ে আইনজীবী সমিতি সকল বিচারককেই সম্মানিত করেছে। বারের পক্ষ থেকে এ ধরনের আয়োজন বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে সহায়ক। চট্টগ্রাম বারের প্রবীণ ও প্রথিতযশা আইনজীবীর সাথে বিচারকার্য পরিচালনার কথা স্মরণ করে সংবর্ধিত অতিথি বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমার কার্য পরিচালনায় সর্বদা আন্তরিক সহযোগিতা করেছে। আইন পেশা অত্যন্ত মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পরস্পর পরস্পরকে যথাযথ সম্মান করার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্টল সাজিয়ে কমদামে বিক্রি করা হচ্ছে মাংস, ডিম ও দুধ
পরবর্তী নিবন্ধঅপরিকল্পিত সব ধরনের প্রকল্প বন্ধ করতে হবে