রাউজানে স্টল সাজিয়ে কমদামে বিক্রি করা হচ্ছে মাংস, ডিম ও দুধ

রাউাজন প্রতিনিধি  | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

রাউজানের কমদামে গরুমহিষের মাংস, ডিম, দুধ বিক্রি করছে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে। এখানে প্রতিকেজি মাংস বিক্রি করা হচ্ছে ৬৫০, দুধ লিটার ৭৫ ও প্রতি ডজন ডিম এক শত টাকা করে।

গতকাল পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে প্যান্ডেল সাজিয়ে এসব পণ্য বিক্রি করা হয়। এর আগের দিন উপজেলার ব্যবস্থাপনায় পরিচালিত স্টল থেকে ক্রেতারা মাংস, ডিম ও দুধ কিনে নেয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় এসব পণ্য ভোক্তাদের বাজার মূল্যে কমে দেয়া হচ্ছে। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ বলেছেন, বৃহস্পতিবার দুটি মহিষ জবাই করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে দেয়া হয়েছে। এই কার্যক্রম রমজান মাস জুড়ে চলমান রাখার জন্য ফজলে করিম চৌধুরীর নির্দেশনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেছেন, রমজানে মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, কাউন্সিলর আজাদ হোসেন, সওকত হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধবিচারককে বিদায় সংবর্ধনা দিল আইনজীবী সমিতি