বাবুল আক্তারের চিকিৎসা হবে কারা বিধি অনুযায়ী

আদালতের আদেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের চিকিৎসা হবে কারা বিধি অনুযায়ী। কারা কর্তৃপক্ষই ঠিক করবেন বাবুল আক্তারের চিকিৎসা কারাগারে হবে নাকি বাইরে হবে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত বাবুল আক্তারের চিকিৎসা বিষয়ে উক্ত আদেশ দেন।
বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান আজাদীকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কারাগারের বাইরে বাবুল আক্তারের চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার আদালতে আবেদন করেছিলাম। আদালত এ বিষয়ে শুনানি করে আদেশ দিয়েছেন।
উল্লেখ্য,গত ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারকে আসামি করে তাঁর শ্বশুর নতুন একটি মামলা করেন। একপর্যায়ে বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে এনে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। শ্বশুরের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধচাকরিচ্যুতির শংকায় ৫০ স্থায়ী কর্মকর্তা-কর্মচারী!
পরবর্তী নিবন্ধচবির ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল