বাবা

প্রিয়ন্তী দেব (প্রিতু) (৩২,২১৬) | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

বাবা আমার মহান পুরুষ
বড় তোমার মন
কেমন করে করো তুমি
এতো পরিশ্রম?
কী পাও তুমি তার বিনিময়ে
সকলের কাছ থেকে?
তোমার বিপদে দেখি
সবাই বসে বেঁকে।
সামলে তুমি নাও যে ঠিকই
সত্য বলতে শেখাও,
যে যাই বলুক না শুনে যে
মিথ্যাকে দূরে পাঠাও।
আমার কাছে মহান তুমি
সবার চেয়ে দামি,
আমার কাছে তুমিই শ্রেষ্ঠ
তোমার মান রাখব আমি।

পূর্ববর্তী নিবন্ধশৈশবের বর্ষা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ফুসফুস