চট্টগ্রামের ফুসফুস

মিম্বর হুরে জান্নাত (৩২,২১৫) | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুসফুস সবুজ সিআরবি,
রোজ সকালে উঁকি দেয় সোনার রবি।
শতবর্ষের রোদ-বৃষ্টি, ঝড়-তুফান সয়ে,
ইতিহাসের সাক্ষী কত গাছ গেছে যে রয়ে।
কতশত পাহাড়-টিলা রয়েছে দাঁড়িয়ে,
প্রকৃতির অপরূপ শোভা-সৌন্দর্য হয়ে।
অপূর্ব শিরীষতলার সবকটা গাছ কেটে,
হাসপাতাল হবে নাকি সৌন্দর্য ছেঁটে।
ঘোরার ক’টা জায়গা আছে, হাতে গোনা যায়,
সবুজ সিআরবি না থাকলে, মানুষ যাবে কোথায়?
কোথায় হবে বৈশাখী মেলা, বাঙালির উৎসব
কীভাবে কাটবে তরুণ সময়, শিশুদের শৈশব?
শিরীষতলাকে বাঁচাবো সবাই, একসাথে মিলেমিশে
তাহলেই তো বাঁচব মোরা বিশুদ্ধ নিঃশ্বাসে।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধশরৎ মানে