শরৎ মানে

জারা তাবাচ্ছুম (৩২,১১১) | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

শরৎ মানে জানো?
বলছি শোনো রং-তুলি আর
একটা কাগজ আনো।

আকাশ আঁকো নীল
দাও না নিচে ছোট্ট নদী
তারপাশে এক বিল।

যাচ্ছে বয়ে বেলা
নাও না এঁকে আকাশ কোণে
মেঘের সাদা ভেলা।

আঁকতে পারো কাশ
শরৎ মানে ভাদ্র, আশ্বিন
শিউলি ফোটা মাস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ফুসফুস
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি