শৈশবের বর্ষা

নিশাত ইসলাম (৩০,৮৮২) | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

রিমঝিম বর্ষায় মোর হারানো দিনে,
গুরু গুরু শব্দ আজও বাজে বুকের কোণে।
ছোটবেলায় বন্ধুরা সব হাত ধরে একসাথে,
বৃষ্টিতে যে হেঁটে গেছি মেঠো কাদা পথে।
বগলেতে বই-পত্র মাথায় কলাপাতা,
ভিজে ভিজে বাড়ি ফিরে চুপসে যেত খাতা।
পিচ্ছিল আর কাদামাখা পথ হাঁটু জল পার হয়ে,
কতবার যে ছোট্ট খালে ঘুরেছি নৌকা বেয়ে।
ছোটবেলার সে মধুর দিন আসে না যে আর ফিরে,
বর্ষা এলে ঘরেই কাটে স্মৃতিমাখা সেই দিন ঘিরে।

পূর্ববর্তী নিবন্ধবানরের লাজুক প্রজাতি
পরবর্তী নিবন্ধবাবা