বাবা হল বিজয় দিবস

আখতারুল ইসলাম | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

খুকুমনি আঁকার খাতায়,
বাবার ছবি আঁকে
বাবা এখন ঘুমিয়ে আছে
মেঘনা নদীর বাঁকে।

লাল সবুজের পাল উড়িয়ে
নৌকো সারি সারি।
সেই যে বাবা যুদ্ধে গেলো
আর আসেনি বাড়ি।

ভাবছে মা খুব আসবে বাবা
ভোরের পাখির ডাকে,
রক্তমাখা বাবার জামা
সবুজ পাতার ফাঁকে।

বাবা বুঝি আসবে এবার
শ্রেষ্ঠ বীরের বেশে,
বিজয়টাকে আনবে কেড়ে
সোনার বাংলাদেশে।

আঁকতে গিয়ে বাবার ছবি
বসে আছে থির
বাবা হল বিজয় দিনের
দেশের সেরা বীর।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধএলো স্বাধীনতা