এলো স্বাধীনতা

সাইফুল্লাহ্‌ কায়সার | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মায়ের ভাষায় লিখতে পারি
বলতে পারি কথা,
প্রজাপতির রুপের ডানায়
এলো স্বাধীনতা।

সবুজ গাছে লাল গোলাপের
কী যে মাখামাখি,
সকালবেলা নানান পাখি
করে ডাকাডাকি।

খোকা-খুকির ড্রয়িং খাতায়
যেমন খুশি আঁকা,
ইচ্ছে হলেই মনের পাখি
মেলে দুটি পাখা।

নতুন দিনের শুরু থেকে
নতুন করে জানা,
এই তো আমার স্বাধীনতা
কে আর করে মানা।

মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত পাতা-লতা,
ভালোবাসার রঙ মাখিয়ে
এলো স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধবাবা হল বিজয় দিবস
পরবর্তী নিবন্ধবিজয়দিনের হাসি