বাবার স্মৃতি

হুমায়ুন আবিদ | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

অতীত কথা মনে হলে বাবার স্মৃতি ভাসে
বাবা যেনো আজও আছে আগের মতো পাশে

কতো আদর করতো বাবা বুকের মাঝে ধরে
সেইসব কথা মনে হলে চোখে অশ্রু ঝরে।

বায়না ধরে মেলায় যেতাম বাবার হাতটি ধরে
হরেক রকম খেলনা কিনে ফিরতাম সাঝে ঘরে।

অফিস থেকে ফিরে বাবা ডাকতো যে নাম ধরে
লজেন্স, চুইংগাম কতো কিছু দিতো দুহাত ভরে।

বিকেল হলে বাবার সাথে খেলতে যেতাম মাঠে
খেলা শেষে ফিরে ঘরে বসে যেতাম পাঠে।

অসুখ হলে দোয়া করতো বাবা দুহাত তুলে
বাপকে আমার ভালো করো আমারে নাও তুলে।

বাবা ছিলো বন্ধুর মতো সব প্রেরণার কাজে
বাবার স্মৃতি যায় না ভুলা ভাসে হৃদয় মাঝে।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধা অসীম
পরবর্তী নিবন্ধএখন বাবা শুধুই স্মৃতি