শ্রদ্ধা অসীম

সুজন সাজু | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

ছায়া বিলায় ঠায় দাঁড়িয়ে
পথের দ্বারে অশ্বত্থে,
অমন ছায়া বাবার পেয়ে
চেষ্টা করি সৎ হতে।

গাছের ছায়া পথিক খোঁজে
বাবায় ছায়া সন্তানে,
আলো ফোটে যখনই সেই
বাবার কথা পন্থা নে।

কোলের মাঝে ভরসা মিলে
স্বপ্ন সুখের পাহাড়ে,
নির্ভরতার সোহাগ ডোরে
নামটি বাবা,আহারে।

আকাশ সম মনটা বাবার
উদার স্বচ্ছ বিশালই,
ভালোবাসায় বুকটা ভরা
মায়ায় ঘেরা মিশালই।

থাকলে বাবা অভয় আছে
সাহস জমে শক্তিতে,
চরণে বাবার শ্রদ্ধা অসীম
জাগে নিয়ত ভক্তিতে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় বাবা
পরবর্তী নিবন্ধবাবার স্মৃতি