বাবার জন্য ভালোবাসা

ইকবাল বাবুল | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

‘অঢেল’ বলতে যেভাবে বুঝায় সেভাবে ছিল না বিত্ত
তবে অফুরান ভালোবাসা দিয়ে ভরা ছিল তার চিত্ত
বেঁচে থাকা কালে কখনো করিনি তাঁর সে মনের সন্ধান
কবে থেকে সেই নিবেদিত হয়ে করেছিলো তাঁর মন দান
পরিবার তাঁর পরিজন নিয়ে ভাবতো সে খালি হামেশাই
তাই আর কারো বাবাদের সাথে আমার বাবাকে না মেশাই
জোর দিয়ে বলি সবচেয়ে সেরা সে আমার প্রিয় বাবাটা
আজো ভেসে ওঠে আমার দুচোখে তার সে হাসির আভাটা
যদিওবা আমি জানতাম নিজে কী ভাবে কাটাতো দিন তার
পরিবার নিয়ে ভাবতো কেবলি অন্ত ছিল না চিন্তার
হেঁটে যেত ভোরে দীর্ঘ ক’মাইল প্রায় চৌদ্দ কি পনেরো
দৃঢ়তাই ছিল তাঁর বড় পুঁজি জোর ছিল আরো মনেরও
চড়তো না কোনো রিকশা গাড়িতে, ডাকতো না কোনো টেক্সি
প্রতিদিন তার এই পথ চলা বড় হয়ে আমি দেখছি
আমি তো দেখেছি ফিরতো নিয়ে সে বাজারের থলে দু’হাতে
অভাবের কোনো ছিঁটেফোটা রেশ হয়নি কখনো পোহাতে
রোদে পুড়ে সেই তামা হয়ে যাওয়া,খর বৃষ্টিতে ভিজে কে ?
বাবা ছাড়া আর কে পারে এমন বিলিয়ে দিতে সে নিজেকে
বুক জুড়ে তার এত স্নেহ ছিল কখনো করেনি অনাদর
ডাক দিত সে কী আদুরে গলায়-কই গেলি ওরে মনা ধর্‌
খেতে বসলে সে মাছের টুকরা বড়টা কখনো না খেতো
আজ ক্ষণে ক্ষণে সব পড়ে মনে মনে রেখে দিছি তাকে তো
দুচোখের পাশে তার ছবি ভাসে, ভুলে যাবো তাঁকে কী করে ?
ভুলে যেতে গেলে টান পড়ে যায় আমার সে’মূল শিকড়ে।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধবন্ধু পাখি