বাবা

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

কিচিমিচি পাখি গান গেয়ে ওঠে ভোরে
নতুন আলোর মেয়ে টোকা দেয় দোরে
সকালে সবুজ মায়া শিশিরের হাসি
বাবা ফুল বাগানের ফুল রাশি রাশি।

দু’চোখের ঘুম টুটে জেগে ওঠে পাড়া
ঝরণার ঝিরি ঝিরি নীল স্রোতধারা
নদী জলে ঢেউ ওঠে কল কল ধ্বনি
বাবা রোজ রবি সোম শুক্র ও শনি।

ঘাসে ঘাসে কচি রোদ লুটোপুটি খেলে
প্রজাপতি লাল সাদা নীল ডানা মেলে।
পুকুরের বুকে ফোটে শাপলার হাসি
বাবা সাঁঝ রাত দিন, বড় ভালোবাসি।

অজানা ও অদেখার কত কী দেখান
বাবা হাত ধরে পথ চলতে শেখান।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধবাবার জন্য ভালোবাসা