বাবার কদর

আহসানুল হক | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

মাথার উপর বাবা ছাতা

ছড়ান কেবল মায়া

প্রখর রোদে দেন মেলে দেন

বটবৃক্ষের ছায়া!

সন্তানকে তো করতে সুখী

যান বাবারা ক্ষয়ে

নদীর মতোন উছলে ওঠেন

তার সাফল্য জয়ে!

চলার পথে হোঁচট খেলে

বাবাই নেন তুলে

কেউবা আছি আমরা সেটা

যাই বেমালুম ভুলে!

বুড়ো হলে ক্রমে ক্রমে

কদর বাবার কমে

কেউ কেউ দিই পাঠিয়ে

বৃদ্ধাশ্রমে।

পূর্ববর্তী নিবন্ধআমার বাবা
পরবর্তী নিবন্ধগরমকালের দুপুর