বান্দরবানে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক সমাবেশ

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

ইউএসএআইডির অর্থায়নে কারিতাস বাংলাদেশ পরিচালিত সক্ষমতা প্রকল্পের সহায়তায় ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বান্দরবানে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক সমাবেশ গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে বান্দরবানের ২ হাজার স্বেচ্ছাসেবক অংশ নেন। বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে সমাবেশ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অরুণ সারকি টাউন হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরাই সম্মুখসারির প্রকৃত যোদ্ধা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয়ের যুব ও স্বেচ্ছাসেবক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, সিআরএস বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক মো. আবদুর রহমান, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিররীজি বলেন, সক্ষমতা প্রকল্পটি কারিতাসের মাধ্যমে বান্দরবানের দুর্যোগ ঝুঁকি প্রশমনে নানামুখী কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকায় ড. সেলিম উদ্দিনকে চবি এলামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি আরব আমিরাত শাখার মিলাদ (সা.) মাহফিল