বাজার মনিটরিং জোরদার করাসহ ১১ দাবি

ইসলামিক ফ্রন্টের স্মারকলিপি

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

রমজানের পবিত্রতা রক্ষা এবং ১১ দফা বাস্তবায়নের দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রামের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলো হলো বাজারকে কঠোর নজরদারির আওতায় আনা, জোরদার মনিটরিং অব্যাহত রেখে ভোগ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সহনীয় পর্যায়ে আনা, সরকারি বিপণন সংস্থা টিসিবিকে অধিকতর গতিশীল করা এবং যাতে সাশ্রয়ী মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করা যায়, তা নিশ্চিত করা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু সালেহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, এম এম মঈন উদ্দী চৌধুরী হালিম, ইলিয়াছ খাঁন ইমু, ডা. হাসমত আলী তাহেরী ও মুহাম্মদ আনিসুর রহমান। স্মারকলিপিতে বক্তারা বলেন, যানজট নিরসনের মাধ্যমে জনসাধারণের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়াও গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিপণী বিতান, শপিং মলের আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে। হাইজ্যাক, ছিনতাই ও অবাঞ্চিত ইভটিজিং রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মদ, জুয়া, হাউজিসহ ইত্যাকার গর্হিত কাজ বন্ধ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট দেশ বিনির্মাণে গণিতের চর্চা অপরিহার্য : ভিসি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন