প্রিমিয়ার ভার্সিটিতে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন গতকাল বৃহস্পতিবার দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার প্রফেসর ড. জেরান্ড পুতসেক, শিল্পপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমান, বুয়েটের প্রাক্তন প্রফেসর ড. কায়কোবাদ, উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রফেসর ড. মোফাজ্জল হোসাইন। গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির। আজকের বিশ্বের ভিত্তি গণিতের উপর। তিনি গণিতের বিভিন্ন ব্যবহার, বিশেষ করে অ্যালোগরিদম ও ক্যালকুলাসের ব্যবহার নিয়ে কথা বলেন। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার প্রফেসর ড. জেরান্ড পুতসেক তাঁর বক্তব্যে বলেন, গণিতের সমস্যা সমাধানে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তিনি দ্রুততম সময়ে অ্যালোগরিদমের প্রয়োগে সংখ্যা গণনার একটি চমৎকার খেলা পরিচালনা করেন। এভাবে তিনি গণিতের গুরুত্ব ব্যবহারিকভাবে তুলে ধরেন। শিল্পপতি সূফী মিজানুর রহমান গণিতের শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মানুষের ভেতরে অসীম শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই শক্তিকে জাগ্রত করে যাবতীয় বাধাকে অতিক্রম করে সাফল্য অর্জন করতে হয়। এই কথা মনে রাখতে হবে। গণিতের মতো জটিল ও কঠিন বিষয় অধ্যয়নে শিক্ষার্থীদের ।প্রফেসর ড. কায়কোবাদ তাঁর বক্তব্যে গণিত দিবসের ব্যাখ্যা দেন। উপউপাচার্য বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ভাষার প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন রয়েছে গণিতেরও। তিনি বলেন, গণিত ব্যবহার করে আমাদের আশপাশের সবকিছুকে ব্যাখ্যা করা যায়। বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির বেসিক সায়েন্সের বিষয়গুলো কীভাবে বিস্তার করা যায় সে বিষয়ে কথা বলেন। শেষে ইউনিভার্সিটি ম্যাথরিমিঙ ক্রিয়েটিভ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত ইউনিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থীদের দুটি প্রজেক্ট ক্রিয়েটিভ হিসেবে নির্বাচন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজার মনিটরিং জোরদার করাসহ ১১ দাবি
পরবর্তী নিবন্ধমুজিব এবং এই জনপদ