বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টে শ্রমিক আহত

থিনারের কৌটায় ইলেকট্রিক স্পার্ক

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারায় এসএস পাওয়ার প্লান্টে রং ও থিনারের টিনের কৌটায় আগুন লেগে বিস্ফোরণে শাহাদত হোসেন (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
সূত্র জানায়, শনিবার বিকালে এসএস পাওয়ার প্লান্টের ঠিকাদার সেপকো ৩ এর সাব কন্ট্রাক্টর শেংডং সিয়ানথং এর বাংলাদেশী গ্রেন্ডিং লেবার শাহাদত হোসেন এঙ্গেল গ্রেন্ডিং করার সময় এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিক শাহাদতের ডান হাতে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে আনা হলে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

এসএস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ বলেন, কাজ করাকালীন রং ও থিনারের টিনের বড় কৌটায় ইলেকট্রিক স্পার্কিং হওয়ায় আগুন লেগে ব্লাস্ট হয়। আহত শ্রমিক চমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে রয়েছে বলেও জানান তিনি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা শিকার করেন। এদিকে ঘটনার সময় আর কোনো শ্রমিক তেমন আহত হওয়ার খবর পাওয়া না গেলেও ঘটনার পর থেকে সেখানে সাধারণ শ্রমিকদের মাঝে আতংক বিরাজ করছে বলে সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধ১৬শ গ্যাস সিলিন্ডার জব্দ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে পদ্মা সেতু