বাঁশখালীতে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহামুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পুকুরিয়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান ও দুইজন সাধারণ সদস্য প্রার্থী এবং সাধনপুরে দুই জন সাধারণ সদস্য প্রার্থীকে ১০ দশ হাজার টাকা করে এবং সাধনপুরে অপর এক সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকাসহ মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহামুদুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধখেলা লন্ডনে মারামারি লালখান বাজারে