বাঁশখালীতে ১৮ কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সমুদ্রে ধরা পড়া মাছ সংরক্ষণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সমুদ্রে ধরা পড়া মাছ সংরক্ষণ, বরফ উৎপাদন ও বিক্রির দায়ে ১৮টি কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে অভিযান চালিয়ে এসব কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এর আগে সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে জরিমানা এবং কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তা বন্ধ না হওয়ায় শনিবার আবারও অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে (৬৫ দিন) মাছ ধরা বন্ধকরণ নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। যারা এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবালতির পানিতে ডুবেই মারা গেল শিশুটি
পরবর্তী নিবন্ধশিক্ষক অবমাননায় কড়া প্রতিবাদ সভা সমাবেশ ও মানববন্ধন