শিক্ষক অবমাননায় কড়া প্রতিবাদ সভা সমাবেশ ও মানববন্ধন

আজাদী ডেস্ক | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৪৬ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে শিক্ষক হত্যা ও অবমাননার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
চবি এলামনাই এসোসিয়েশন : চবি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সাভারের আশুলিয়ায় নিজ কর্মস্থল হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজে বখাটে স্কুল ছাত্র আশ্রারাফ জিতুর পিটুনিতে নিহত চবি ৪১ ব্যাচ রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭ম ব্যাচের এলামনাই প্রাক্তন ছাত্রনেতা অশক কুমার সাহা।
মোহম্মদ ইঊছুপের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, আবুল কদর, চাকসুর ভিপি নাজিম উদ্দীন, মোঃ গিয়াস উদ্দিন, কামরুল হাসান হারুন, ছৈয়দ সগীর আহমদ, এ জে এম জাহাংগীর, দাউদ আব্দুল্লাহ লিটন, এড. মোহম্মদ শামীম, ফেরদৌস বশীর, মোহম্মদ শাহজাহান চৌধুরী, জহিরুল আলম হানিফ, নেজা হেনা, চবি শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইসহাক, মহসিন চৌধুরী, সেলিম আক্তার পিয়াল, মোহম্মদ হেলাল প্রমুখ। সভায় বক্তারা শিক্ষক হত্যাকারী বখাটে ছাত্র জিতুর সর্বোচ্চ শাস্তি এবং বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১৮ কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধঅসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি : রওশন