বালতির পানিতে ডুবেই মারা গেল শিশুটি

পুকুরে ডুবে আরেক মৃত্যু

আজাদী ডেস্ক | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় বালতির পানিতে ও বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা দুটি ঘটেছে।
মহেশখালী প্রতিনিধি জানান, গতকাল সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামে বালতির পানিতে ডুবে ইলাহী নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইলাহী স্থানীয় খোকনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ৮ টার দিকে মো. ইলাহী বাড়িতে রাখা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল বিকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের মোহাম্মদ আব্দুল্লাহ্‌ (৩) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটি গন্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মোহাম্মদ জফির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও বাঁশখালী হাসপাতাল সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল্লাহ্‌ পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়া যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১৮ কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন