বাঁশখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ ওঠার পর পালিয়েছেন মোজাম্মেল হক (৫৫) নামে ওই শিক্ষক। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক। তার কাছে সকালে কোরআন শিখতে যেত ওই শিশুটি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসায় প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কোরআনের পাঠ দেন মোজাম্মেল। স্থানীয় দিনমজুরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি সেখানে কোরআন শিখতে যেত। ছুটির পরও মাদ্রাসা পরিচ্ছন্ন করার কথা বলে তাকে রেখে দিতেন মোজাম্মেল। নির্জন মাদ্রাসায় গত এক মাসে তাকে চারবার ধর্ষণ করেন তিনি। বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি মেয়েটির বিয়ের সময় অনেক টাকা দেওয়ারও প্রলোভন মোজাম্মেল দেখিয়েছিলেন। সর্বশেষ বুধবার ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটি তার মাকে জানালে গতকাল সোমবার বাঁশখালী থানায় মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। এই ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, বাঁশখালীর চাম্বল এলাকায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষক মোজাম্মেল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধউত্তর জেলা মহিলা আ.লীগের দোয়া মাহফিল