স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

করোনার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টা বরাবর প্রক্টরের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চবি শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি, করোনায় সবকিছু স্বাভাবিক হলেও শুধু থেমে আছে শিক্ষাব্যবস্থা। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। বিশেষ করে যারা দুয়েকটি পরীক্ষার জন্য আটকে আছে তারা। একদিকে বিভাগের জট, এখন করোনার কারণে সে জট আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জট আমাদের জন্য করোনার চেয়েও বড় মহামারী। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে স্থগিত পরীক্ষার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। তাহলে চবি কেন পারছে না? স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্থগিত ও ঘোষিত শিডিউল পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হোক। হলগুলো শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হোক। হল না খুললেও নিজ নিজ বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হোক। পরীক্ষা ইস্যুতে আটকে না থেকে পরবর্তী বর্ষের ক্লাস অনলাইনে শুরু করা হোক। এ ব্যাপারে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, তাদের স্মারকলিপি আমরা পেয়েছি। এটা তাদের যৌক্তিক দাবি। আমরা এ দাবির সাথে একমত। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পদক পেলেন স্থপতি আশিক ইমরান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ