বাঁশখালীতে চাল ও অর্থ সহায়তা পাচ্ছে সাড়ে ৪ হাজার পরিবার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বাঁশখালী পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ২৯,০৯৩টি কার্ডের বিপরীতে ২৯০.৯৩ মে.ট চাল ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৪টি ইউনিয়নে ৪৫৬৯টি পরিবারের জন্য ৪৫,৬৯০০০টাকা (পরিবার প্রতি ১০০০) করে প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্‌ রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রতিনিধি ও ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। নগদ অর্থ তালিকাভুক্ত দুস্থ পরিবারের হাতে তুলে দেন ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য রশিদ আহমদ ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ। একইভাবে পৌরসভা, ছনুয়া ইউনিয়ন, পুঁইছড়ি ইউনিয়ন, শেখেরখীল ইউনিয়ন, চাম্বল ইউনিয়ন, গন্ডামারা ইউনিয়ন, শীলকুপ ইউনিয়ন, বৈলছড়ি ইউনিয়ন, কাথরিয়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন, সাধনপুর ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়ন, পুকুরিয়া ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় বাঁশখালীতে ও প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধইয়াবা সরবরাহ করতে গিয়ে মাদক কারবারি গ্রেপ্তার