বহদ্দারহাট মোড়ে দিনভর যানজট

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

বহদ্দাহারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‌্যাম্পে যান চলাচল বন্ধ থাকার প্রভাবে গতকাল দিনভর তীব্র যানজট ছিল বহদ্দারহাট মোড়ে। কারণ, কালুরঘাট বা রাস্তার মাথা থেকে আসা বিভিন্ন যানবাহন র‌্যাম্পটিতে ওঠে বহদ্দারহাট মোড় পার হয়ে যেত। একইভাবে দুই নম্বর গেট ও মুরাদপুর থেকে যাওয়া বেশিরভাগ গাড়িও র‌্যাম্পটি ব্যবহার করত। ফলে গাড়ির চাপ কমে গিয়েছিল বহদ্দারহাট মোড়ে।
কিন্তু দুটি পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ার পর গত সোমবার রাত ১১টা থেকে র‌্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে উভয় দিকের গাড়ি ফ্লাইওভার ব্যবহার না করে মূল সড়ক ব্যবহার করায় বৃদ্ধি পায় যানজট। অবশ্য আজ বুধবার পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দলের মতামত পাওয়ার পর যান চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সিডিএ।
এদিকে গতকালও দিনভর আতংকের মধ্যে উৎসুক জনতা ভিড় করেছে ‘ফাটল’ দেখতে। এ সময় দুর্ঘটনা এড়াতে তারা দ্রুত সময়ে ফাটলটি সারিয়ে তোলার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধঘুরে ফিরে আধিক্য পুরনোদের
পরবর্তী নিবন্ধ‘ফাটল’ নিয়ে দুই মত