বসন্ত মৌতাতে

গোফরান উদ্দীন টিটু | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

মনের সুখে কাব্য লিখে করছি সকাল উদযাপন

চায় না মন্দ, অপছন্দ, দ্বিধাদ্বন্দ্ব, কুৎসা মন।

ছড়া লিখি সকাল হলেই ফুলবাগানে বসন্তে

জীবন কি ভাই যায় রে থেমে থমকে যাওয়া হসন্তে!

মেয়ের খাটে ঘুমিয়ে একা স্মরণ করি মাকে

মা যে আমার স্বপ্নলোকে স্বর্গসুখে থাকে।

আজান শুনে ঘুম ভেঙে যায় উর্ধ্বে তুলি হাত

মাগো তুমি ভালো থেক করছি মোনাজাত।

দিনের শুভ এ সূচনা ভরায় আমার মন

প্রেমের সুধায় যাক না কেটে এ বসন্তক্ষণ।

একটি জীবন কাটলো না হয় লেখালেখি করে

মায়ের দোয়ায় ভালো আছি খুব সুখি অন্তরে।

এমন জীবন চেয়েছিলাম সুদূর অতীত প্রাতে

সুখিজীবন কাটছে যেমন বসন্ত মৌতাতে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিনোদন কেন্দ্র চাই
পরবর্তী নিবন্ধঅত্যাচারী তুমি মানুষ নও