পটিয়ায় বিনোদন কেন্দ্র চাই

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী পটিয়া পৌরসভা দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি প্রসিদ্ধ শহর। পাকিস্তান আমলে পটিয়া মহাকুমা নামে সুপরিচিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে পটিয়ার ভূমিকা স্বর্ণাক্ষরে লিখিত। উপমহাদেশ খ্যাত বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ও আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্ম এই পটিয়ার মাটিতে। এছাড়া বিভিন্ন কবি সাহিত্যিক রাজনৈতিক বুদ্ধিজীবীসহ অনেক গুণী ব্যক্তির জন্ম এই পুণ্য ভূমিতে। গৈরলা ধলঘাট কালারপোল এক সময় বিপ্লবীদের আস্তানা ছিল। পটিয়া শহরে স্কুল কলেজ মাদ্রাসা টিচার ট্রেনিং ইনস্টিটিউট, আইন কলেজ, কোর্ট কাচারি, রেলস্টেশন, হাসপাতাল বিসিক শিল্প এলাকা ও ইন্দ্রপুলে লবণ শিল্প রয়েছে। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থানে উপাসনা, মন্দির, মসজিদ, মাজার, প্যাগোডা, গীর্জা রয়েছে। এই পটিয়ায় বিভিন্ন গুণী শিল্পী সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম তথা বাংলাদেশে সুপরিচিতি লাভ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রসিদ্ধ শহরে বিনোদনের কোনো সুব্যবস্থা নেই। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের বিনোদনের প্রয়োজন। ঠিক তেমনি প্রতিটি মানুষের সারাদিনের কর্মব্যস্ততায় একটু প্রশান্তির প্রয়োজন। মোবাইল ও টিভি সিরিয়ালের কৃত্রিম বিনোদন মানুষ মানসিকভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তাই পটিয়াকে একটি আধুনিক নগরীতে পরিণত করতে মাননীয় সাংসদ ও চট্টগ্রাম জেলা পরিষদের নিকট বিনীত আবেদন ঐতিহ্যবাহী পটিয়ার বুকে সুপরিসর জায়গায় একটি বিনোদন কেন্দ্র নির্মাণ করা; যেখানে একটি শিশু পার্ক ও একটি জাদুঘর নির্মাণ করা অতীব জরুরি। পটিয়ার জনসাধারণের এই প্রাণের দাবির প্রতি প্রশাসন একাত্মতা ঘোষণা করবে এ কামনা করি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমৈত্রেয়ী দেবী : প্রগতিচেতনায় ঋদ্ধ কথাশিল্পী
পরবর্তী নিবন্ধবসন্ত মৌতাতে