বলী হবো আমরা সাধারণ যাত্রীরাই

তাপসী দে

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

পটিয়া মুকুট নাইট হাই স্কুলের সিনিয়র শিক্ষকা তাপসী দে বলেন, এমনিতেই প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে ঝগড়া হয়। এই অজুহাতে, ওই অজুহাতে ভাড়া বেশি নেয় তারা। কিছু বলার নেই। সময়মতো স্কুলে যেতেই হবে। তাই মুখ বুজে সব সহ্য করে নিতে হয়। এখন তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাতে ভাড়া আরেক দফা বাড়বে। আমাদের মতো সাধারণ যাত্রীরাই এর বলী হবো। কাউকে বুঝাতে পারি না যে, ব্যয় বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু বেতনতো বাড়ছে না। আমাদের সাথে প্রতিনিয়ত যে অন্যায় হচ্ছে তার খোঁজ কে রাখে, কাকেইবা জানাবো এ অভিযোগ।

পূর্ববর্তী নিবন্ধ৭ বছরে এলপিজির রেকর্ড মূল্য, ভোক্তাদের নাভিশ্বাস
পরবর্তী নিবন্ধতেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে ভাড়ায়